ছবি : সংগৃহীত
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে এবং জনগণকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে।
মঙ্গলবার (২০ মে) গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, "গণতন্ত্রের উত্তরণের সম্ভাবনা তৈরি হওয়ার পরও একটি কালো ছায়া আমাদের পথ রুদ্ধ করার চেষ্টা করছে। দেশকে ভিন্ন পথে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে।"
ফখরুল আরও বলেন, বিভাজনের রাজনীতি আবারও শুরু হয়েছে এবং সরকারের ভেতরে কিছু অনুপ্রবেশ ঘটানো হচ্ছে, যা দেশকে অস্থিতিশীল করতে পারে। তিনি অভিযোগ করেন, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানকে মুখোমুখি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, "চক্রান্ত ও ষড়যন্ত্র মোকাবিলার জন্য সবাইকে সজাগ থাকতে হবে এবং রুখে দাঁড়াতে হবে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র চলছে, যা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে বিপন্ন করতে পারে।"
সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেন।
২৫ মে থেকে ২ জুন পর্যন্ত চলবে এই কর্মসূচি। ২৭ ও ২৮ মে ঢাকায় তারুণ্যের সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ২৯ মে বিকেল ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন থাকবে। তবে ওই দুই দিন অন্য কোনো কর্মসূচি থাকবে না।
৩০ মে সকালে বিএনপি নেতাকর্মীরা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বলে জানান রিজভী।



