Logo
Logo
×

রাজনীতি

ডাকযোগে প্রাণনাশের হুমকি পেলেন আখতার হোসেন ও তার পরিবার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ১২:০৫ এএম

ডাকযোগে প্রাণনাশের হুমকি পেলেন আখতার হোসেন ও তার পরিবার

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে এবং তার পরিবারকে হত্যার হুমকি দিয়ে ডাকযোগে একটি চিঠি পাঠানো হয়েছে। শুক্রবার (১৬ মে) চিঠিটি তার গ্রামের বাড়িতে পৌঁছায় বলে জানিয়েছেন তিনি নিজেই।

শনিবার (১৭ মে) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে আখতার হোসেন জানান, একটি হুমকিমূলক চিঠি তার গ্রামের বাড়ির ঠিকানায় পাঠানো হয়েছে। চিঠির প্রেরক নিজের নাম ব্যবহার না করে ‘বুলেট’ ছদ্মনাম ব্যবহার করেছেন।

তিনি লেখেন, “ডাকযোগে আমার গ্রামের বাড়িতে চিঠি পাঠিয়ে আমাকে, আমার পরিবার-পরিজনকে খুন করার হুমকি দিয়েছে। চিঠির প্রেরকের ছদ্মনাম ‘বুলেট’।”

আখতার আরও লিখেন, “বোনাস লাইফ লিড করছি। মৃত্যু কয়েকবার কাছে এসে ফিরে গেছে। মরতে হতে পারে জেনেও প্রতিবাদে পিছপা হইনি, কখনো হবো না। ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা।”

চিঠির বিষয়টি সামনে আসার পর থেকেই তার পরিবার ও গ্রামের আত্মীয়স্বজনরা উদ্বেগে রয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে তিনি আইনগত পদক্ষেপ নেবেন কি না, সে বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন