Logo
Logo
×

রাজনীতি

আ.লীগ নিষিদ্ধে দেরি হলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ১১:০৪ পিএম

আ.লীগ নিষিদ্ধে দেরি হলে ফের ‘মার্চ টু ঢাকা’র হুঁশিয়ারি নাহিদের

(এনসিপি)-এর আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে ফের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির হুমকি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম।

শুক্রবার দুপুরে শাহবাগ মোড় অবরোধ চলাকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, “শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি দ্রুত সিদ্ধান্ত না আসে, তাহলে বাংলাদেশজুড়ে আবারও ঢাকামুখী গণমিছিল হবে।”

নাহিদ ইসলাম বলেন, “ফ্যাসিস্ট ও মানবতা-বিরোধী সংগঠন মুজিববাদী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশপন্থী সকল শক্তিকে একত্রিত হতে হবে। আওয়ামী লীগ স্বাধীনতা ও গণতন্ত্রের শত্রু, তাই তাদের রাজনৈতিক কার্যক্রমের বৈধতা থাকতে পারে না।”

উল্লেখ্য, ২০২৪ সালের 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'-এর ডাকে আয়োজিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচির মাধ্যমেই আওয়ামী লীগের পতন ঘটে বলে দাবি এনসিপির।

এ দাবির পরিপ্রেক্ষিতে গত ৮ মে রাত থেকে এনসিপির নেতাকর্মীরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন এবং শুক্রবার দুপুর পর্যন্ত সেখানে বিক্ষোভ অব্যাহত রাখেন।

পরে বিকেলে শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ‘শাহবাগ ব্লকেড’ কর্মসূচি শুরু হয়, যেখানে শত শত মানুষ স্লোগানে স্লোগানে রাজপথ মুখর করে তোলে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন