Logo
Logo
×

রাজনীতি

অনেক মিডিয়ার পর্যাপ্ত অর্থ থাকলেও সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না: গয়েশ্বর চন্দ্র

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৫, ০৩:১৪ পিএম

অনেক মিডিয়ার পর্যাপ্ত অর্থ থাকলেও সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না: গয়েশ্বর চন্দ্র

ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করেছেন, দেশের অনেক মিডিয়ার পর্যাপ্ত অর্থ থাকলেও তারা সাংবাদিকদের ঠিকমতো বেতন দেয় না।  

সোমবার (৫ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ পেশাজীবী জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

গয়েশ্বর চন্দ্র বলেন, কিছু মিডিয়ার মালিক সরকারের সঙ্গে সমঝোতা করে, যার ফলে তারা সরকারের বিরুদ্ধে কোনো খবর প্রকাশ করে না। অথচ সাংবাদিকদের ন্যায্য পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও অনেক মিডিয়া ব্যর্থ হয়।  

তিনি আরও বলেন, বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতি করেনি। কিন্তু এর ফলে অনেকে মনে করেন, বিএনপির বিরুদ্ধে লেখা ও বলা সবচেয়ে নিরাপদ। তিনি দাবি করেন, সংবাদপত্রের স্বাধীনতা থাকলেও সাংবাদিকদের স্বাধীনতা সীমিত। মূল স্বাধীনতা থাকে সংবাদপত্রের মালিক ও প্রকাশকের হাতে।  

এ সময় তিনি বিচার ব্যবস্থার বিষয়ে বলেন, "কোর্ট আমাদের দ্বিতীয় বাড়ি হয়ে গেছে, প্রায়ই সেখানে যেতে হয়। অথচ বর্তমান প্রধান উপদেষ্টার বিরুদ্ধে অনেক মামলা ছিল, যা প্রত্যাহার করে তাকে চেয়ারে বসানো হয়েছে। কিন্তু আমি গয়েশ্বর কেন এখনো কোর্টে হাজিরা দিই?"  

গয়েশ্বর চন্দ্র আরও বলেন, "৫ আগস্ট যদি শেখ হাসিনা পদত্যাগ করতেন, তাহলে ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নিয়ম ছিল। এখন নির্বাচন কমিশনের প্রস্তুতিতে দেড় থেকে দুই বছর সময় লাগছে কেন?"  

সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, পেশাজীবী জোটের সমন্বয়কারী হুমায়ুন কবির বেপারী এবং প্রজন্ম অ্যাকাডেমির সভাপতি কালাম ফয়েজী উপস্থিত ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন