Logo
Logo
×

রাজনীতি

৩০ এপ্রিলের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ১১:৪৮ এএম

৩০ এপ্রিলের মধ্যে লন্ডন থেকে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

সব কিছু ঠিক থাকলে চলতি এপ্রিল মাসের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার সঙ্গে ফিরছেন তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান। ঢাকা ও লন্ডনের নির্ভরযোগ্য কূটনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। তাকে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার, ৩০ এপ্রিলের মধ্যে তিনি দেশে ফিরবেন।

ঢাকার কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে দেশে ফিরিয়ে আনতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনকে চিঠি দিয়েছেন। সেখানে উল্লেখ করা হয়, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও আশঙ্কামুক্ত নয়, এবং চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিশেষ ব্যবস্থায় তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

সরকারও লন্ডন ও দোহার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে এই প্রস্তুতি গ্রহণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, খালেদা জিয়া ও তার দুই পুত্রবধূ আগামী সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন।

উল্লেখ্য, খালেদা জিয়া ২০১৮ সালে দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলেন। কোভিড-১৯ মহামারির সময় তিনি বিশেষ বিবেচনায় মুক্তি পান। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন রাষ্ট্রপতির আদেশে তার মুক্তি নিশ্চিত হয় এবং মামলা বাতিল করা হয়।

চলতি বছরের ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেয়া হয়। ১৭ দিন চিকিৎসার পর ২৫ জানুয়ারি থেকে তিনি তারেক রহমানের বাসায় অবস্থান করছেন। দীর্ঘদিন পর এ বছর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছেন খালেদা জিয়া। বর্তমানে তিনি লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ জুলাইয়ের পর এবারই প্রথমবারের মতো তিনি বিদেশ সফর করলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন