ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক মহান শ্রমিক দিবস উপলক্ষে আগামী ১লা মে ঢাকাসহ দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে বড় ধরনের শোডাউন আয়োজনের পরিকল্পনা করেছে বিএনপি। দলটির সহযোগী সংগঠন **জাতীয়তাবাদী শ্রমিক দল** এ উদ্যোগ গ্রহণ করেছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলটির অঙ্গসহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সমন্বয়ে এক যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সভা শেষে সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানান, মহান মে দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রস্তুতিমূলক সভা হয়েছে এবং উপকমিটি গঠন করা হয়েছে।
তিনি আরও বলেন, মহান মে দিবস শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের প্রথম বিজয়ের দিন। এটি যথাযথভাবে পালন করতে চান তারা। ঢাকা মহানগর ছাড়াও পার্শ্ববর্তী জেলার প্রতিনিধিদের সমাবেশে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া থাকার কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারবেন না। তার পরিবর্তে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি বক্তব্য দেবেন।
শ্রমিকদের অধিকারের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, দেশে শ্রমজীবী মানুষের জন্য এখনো জাতীয় ন্যূনতম মজুরি বাস্তবায়িত হয়নি। এছাড়া অনেক শিল্প-কারখানায় শ্রমিকদের আট ঘণ্টারও বেশি কাজ করতে হয়, অনেকে বিনা বেতনে কাজ করছে। মে দিবসের মূল দাবি দৈনিক ৮ ঘণ্টা কাজের অধিকার নিশ্চিত করতে এবারও আন্দোলন গড়ে তোলা হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন ইসলাম, যুবদল সভাপতি মোনায়েম মুন্না, মহিলা দল সভাপতি আফরোজা আব্বাস সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথসভায় উপস্থিত ছিলেন।
সমাবেশের প্রধান লক্ষ্য
- শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিত করা
- দৈনিক ৮ ঘণ্টা কাজের অধিকার প্রতিষ্ঠা
- শ্রমিকদের সংগঠন করার স্বাধীনতা নিশ্চিত করা
বিএনপি আশা করছে, মহান মে দিবস উপলক্ষে আয়োজিত এ সমাবেশ শ্রমজীবী মানুষের দাবি আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



