Logo
Logo
×

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি থেকে গাজী সালাউদ্দিন তানভীর সাময়িক অব্যাহত

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

জাতীয় নাগরিক পার্টি থেকে গাজী সালাউদ্দিন তানভীর সাময়িক অব্যাহত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা চেয়ে একটি কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) রাতে এনসিপির দপ্তর বিভাগের যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে তানভীরকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ১১ মার্চ জাতীয় দৈনিক ইনকিলাবে প্রকাশিত এক প্রতিবেদনে জেলা প্রশাসক নিয়োগে তানভীরের অবৈধ হস্তক্ষেপের অভিযোগ উত্থাপিত হয়। এছাড়াও, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) পাঠ্যবই ছাপানোর কাগজ ক্রয়ে কমিশন বাণিজ্যে জড়িত থাকার অভিযোগও উঠে আসে।
এ প্রেক্ষিতে, পার্টির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে তাকে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে— কেন তাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হবে না, সে বিষয়ে সন্তোষজনক জবাব দিতে হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, অতীতে তার বিরুদ্ধে মৌখিকভাবে সতর্কতা প্রদান করা হলেও তা উপেক্ষিত হয়েছে। ফলে, কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ না হওয়া পর্যন্ত দলের সব দায়িত্ব ও কার্যক্রম থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নেওয়া হয়েছে বলে জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন