Logo
Logo
×

রাজনীতি

পারভেজ হত্যাকাণ্ড

দোষীদের গ্রেপ্তার না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০১:৩৩ পিএম

দোষীদের গ্রেপ্তার না হলে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইশরাকের

ইশরাক হোসেন। ছবি : সংগৃহীত

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির ছাত্র এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে থানা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। 

সোমবার (২১ এপ্রিল) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, প্রকৃত দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। অনেকেই গ্রেপ্তার হয়েছে, আর কেউ বাকি থাকলে তাকেও ধরতে হবে। যদি শুনি প্রশাসনকে কোথাও থেকে বাধা দেওয়া হচ্ছে, তাহলে ঢাকার জনগণকে সঙ্গে নিয়ে থানা ঘেরাও দেওয়া হবে।

এদিকে পারভেজ হত্যার প্রতিবাদে দেশব্যাপী একদিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার (২০ এপ্রিল) ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার (২১ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ছাত্রদল।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নেতাকর্মীদের এই কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন