সিপিবি ও অন্যান্য বাম নেতাদের সঙ্গে বিএনপির বৈঠক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৪ পিএম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সিপিবি ও অন্যান্য বাম নেতাদের সঙ্গে বৈঠক করেছে। রোববার (২০ এপ্রিল) বিকেল ৪টায় শুরু হওয়া এই বৈঠকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।
বৈঠকে সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ এবং কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষ থেকে লিয়াজোঁ কমিটির প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু অংশগ্রহণ করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে বিএনপি একমত হয়েছে। এছাড়া দুবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে দলটি।
তিনি আরও বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে বিএনপি। তবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা সংবিধানে যুক্ত করার বিষয়ে ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত হয়েছে দলটি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে বেশ কিছু বিষয়ে বিএনপি কাছাকাছি এসেছে। তবে কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। গণতন্ত্রে মত-দ্বিমত থাকাই স্বাভাবিক বলে তিনি মন্তব্য করেন।



