Logo
Logo
×

রাজনীতি

বিগত নির্বাচনের অনিয়ম তদন্ত ও সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

বিগত নির্বাচনের অনিয়ম তদন্ত ও সংস্কার বাস্তবায়নের দাবি এনসিপির

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরউদ্দীন পাটওয়ারী বলেছেন, বিগত নির্বাচনগুলোতে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে বিচার নিশ্চিত করতে হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ বিষয়ে তাদের আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

রবিবার (২০ এপ্রিল) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নাসীরউদ্দীন পাটওয়ারী।  

সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন যুগ্ম আহ্বায়ক অনিক রায়, খালেদ সাইফুল্লাহ, মুজাহিদুল ইসলাম শাহিন এবং তাজনুভা জাবীন।

নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, আওয়ামী লীগ দেশ ও প্রতিষ্ঠানগুলোকে ফ্যাসিবাদী কাঠামোয় নিয়েছে। ভোটাধিকার হরণ করা হয়েছে, যা নির্বাচন কমিশনের ব্যর্থতাও নির্দেশ করে। অনিয়মে জড়িত প্রার্থী ও কমিশন কর্মকর্তাদের বিচারের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, মনোনয়নপত্র জমা দিতে সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা, ৪৮ ঘণ্টার মধ্যে নির্বাচন সার্টিফিকেট প্রদান, হলফনামা তদন্ত করে সত্যতা যাচাই, নির্বাচনী সহিংসতা রোধে আচরণবিধি ও ব্যয়ের বিধিতে সংস্কার, ঋণখেলাপিদের প্রার্থীতা বাতিল, হলফনামায় ভুল থাকলে সংসদ সদস্য হওয়া থেকে বিরত রাখা, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের অভ্যন্তরীণ গণতন্ত্র নিশ্চিত করতে মনিটরিংয়ের দাবি তোলা হয়েছে।

এছাড়া, একই নামে একাধিক দলকে নিবন্ধন দেওয়ার অভিযোগ তুলে, সকল দলের নতুন করে নিবন্ধন নবায়ন এবং সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবিও জানানো হয়েছে।

নাসীরউদ্দীন পাটওয়ারী বলেন, এসব বাস্তবায়ন না হলে গণতান্ত্রিক নির্বাচন এবং ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব হবে না।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন