Logo
Logo
×

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির নতুন সাংগঠনিক নীতিমালা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৭:২৩ পিএম

জাতীয় নাগরিক পার্টির নতুন সাংগঠনিক নীতিমালা

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের তৃতীয় সাধারণ সভায় আগামী দিনের কর্মসূচি, অঞ্চলভিত্তিক সাংগঠনিক নীতিমালা এবং সংস্কার প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। সভায় জেলা ও উপজেলা কমিটির আহ্বায়ক হওয়ার জন্য ন্যূনতম বয়স ৪০ বছর নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর বাংলামটরের রূপায়ণ ট্রেড সেন্টারে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আখতার হোসেন।

সভা শেষে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অঞ্চলভিত্তিক সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা, সংস্কারের প্রস্তাব প্রণয়ন, গণপরিষদ নির্বাচনের দাবি এবং আওয়ামী লীগের 'গণহত্যার' বিচারের দাবিতে কর্মসূচি গ্রহণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এছাড়া গাজায় ইসরায়েলি সহিংসতা এবং ভারতের ওয়াকফ বিলবিরোধী আন্দোলনে দমন-পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে সরকারের প্রতি কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।

দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে মুখ্য সংগঠক সারজিস আলম (উত্তরাঞ্চল) এবং হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) প্রয়োজনীয় নীতিমালা প্রস্তাব করেন। প্রস্তাবিত নীতিমালায় ৬৪টি জেলাকে ১৯টি জোনে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা কমিটিতে ৩১ থেকে ৫১ জন এবং উপজেলা কমিটিতে ২১ থেকে ৪১ জন সদস্য রাখার প্রস্তাব করা হয়েছে। দুই পর্যায়ের কমিটিতে আহ্বায়ক হতে হলে বয়স অন্তত ৪০ বছর হতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দলের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে শৃঙ্খলাবিরোধী আচরণের অভিযোগ ওঠায় সর্বসম্মতিক্রমে একটি 'শৃঙ্খলা ও তদন্ত' কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। এই কমিটির ঘোষণা আগামী রোববার দেওয়া হবে।

এদিকে বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির ঢাকা মহানগর শাখা চলতি সপ্তাহে বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন