Logo
Logo
×

রাজনীতি

বিএনপি সংস্কারেরই দল, বিপক্ষের না : নজরুল ইসলাম

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০১:৫০ পিএম

বিএনপি সংস্কারেরই দল, বিপক্ষের না : নজরুল ইসলাম

বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক হয়। ছবি : সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং দলটি সংস্কারের ধারক ও বাহক। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় সূচনা বক্তব্যে এ কথা বলেন তিনি।

নজরুল বলেন, অনেকে সংস্কারের কথা এখন বলছেন, কিন্তু বিএনপি বহু আগেই এই উদ্যোগ নিয়েছে। খালেদা জিয়া যখন ভিশন ৩০ ঘোষণা দেন এবং জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি দেন, তখন অনেকে সংস্কারের কথা ভাবেনওনি। এখন আমরা ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছি, যা আমাদের প্রতিশ্রুতি।

তিনি জানান, কমিশনের দেওয়া সংস্কার প্রস্তাবগুলোর প্রতি বিএনপি সম্মান দেখায় এবং গণমুখী হলে সেগুলো বিবেচনায় নেবে। তার মতে, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, সময়ের দাবি অনুযায়ী এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, কমিশন যদি কোনো জাতীয় সনদ তৈরি না-ও করে, বিএনপির নিজের একটি সংস্কারের সনদ রয়েছে। আমরা আলোচনা করছি এই প্রত্যাশায়, গণঅভ্যুত্থানে যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগানো সম্ভব হবে।

আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, বারবার গণতন্ত্র হোঁচট খাওয়ায় একটি স্থায়ী ও সাংবিধানিক ভিত্তির গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এই আলোচনা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, দ্বিমত নিরসনের মাধ্যমে সম্মিলিত একটি জাতীয় সনদ প্রণয়ন সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন