নববর্ষে জাতির ঐতিহ্য ও গণতন্ত্র পুনর্গঠনের আহ্বান তারেক রহমানের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ০৬:৪৮ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রবিবার (১৩ এপ্রিল) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর মাধ্যমে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় তারেক রহমান বলেন, বাংলা নববর্ষ কেবল সময়ের সূচনা নয়, বরং এটি বাংলাদেশি জাতিসত্তা, ইতিহাস ও ঐতিহ্যের গভীর অনুষঙ্গ। তিনি দেশ-বিদেশে অবস্থানরত সব বাংলাদেশির প্রতি শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ প্রকৃতির নতুনত্বের সঙ্গে আমাদের প্রাণের নবজাগরণও বয়ে আনে।
তিনি বলেন, আবহমানকালের বৈচিত্র্যময় ঐতিহ্য নববর্ষে বারবার ফিরে আসে জাতির জীবনে। আমাদের সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের এই সংহত রূপই জাতিকে দেয় এক সুদৃঢ় আত্মপরিচয়।
তারেক রহমানের মতে, নববর্ষ শুধুমাত্র অতীতের গৌরব উদ্যাপন নয়, বরং এটি নতুন সম্ভাবনার আলোয় আগামীর পথচলার প্রেরণা। এ প্রেক্ষাপটে তিনি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, জনগণের উদার দৃষ্টিভঙ্গির ভিত্তিতে বহুমতভিত্তিক টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি।
বাণীতে তিনি বিগত ১৪৩১ সালের ক্লান্তি, হতাশা ও গ্লানি পেছনে ফেলে নতুন বছরকে এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে দেখার আহ্বান জানান।
তিনি বলেন, বিশ্বব্যাপী সহিংসতা, রক্তপাত ও দ্বন্দ্বের মাঝে নিঃস্বার্থ শান্তির পথই প্রকৃত সমাধান। একমাত্র ঐক্যবদ্ধ মানসিকতা ও জাতীয় সংস্কৃতির শক্ত ভিত্তিতেই শান্তি ও অগ্রগতি সম্ভব।
তারেক রহমান আরও বলেন, বাংলা সন ও তারিখ আমাদের অর্থনৈতিক ও সামাজিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। এ সাংস্কৃতিক পরিচয় রক্ষায় বিদেশি প্রভাব ও সাংস্কৃতিক আধিপত্যবাদ মোকাবিলায় দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
শেষে তিনি বলেন, বৈশাখের প্রভাতে মুছে যাক সব অসত্য, অন্যায় ও অশান্তি। শান্তির সুবাতাস বইতে থাকুক চারদিকে। নববর্ষের প্রথম আলোয় দেশবাসীর জন্য রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন।



