Logo
Logo
×

রাজনীতি

ইউনূস সরকারের প্রশংসা করে ফেসবুকে নাজমুলের স্ট্যাটাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১১:৩২ এএম

ইউনূস সরকারের প্রশংসা করে ফেসবুকে নাজমুলের স্ট্যাটাস

ছবি : সংগৃহীত

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল তার ব্যক্তিগত ফেসবুক পেজে এক দীর্ঘ স্ট্যাটাসে বর্তমান সরকারের বিদ্যুৎ খাতে সাফল্যের প্রশংসা করার পাশাপাশি, এই খাতে লুকিয়ে থাকা দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার রাতে দেওয়া স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, “আমাদের সরকারের সময়ের তুলনায় এবারের রমজানে তেমন লোডশেডিং হয়নি।” এই তথ্য তুলে ধরে তিনি প্রশ্ন তোলেন, তাহলে আগে কৃত্রিম লোডশেডিং সৃষ্টি করে কে বা কারা প্রধানমন্ত্রীর উন্নয়নের চোখে ধুলো দিয়েছিল?

স্ট্যাটাসে বিদ্যুৎ খাতের এক প্রভাবশালী ব্যক্তির নাম উল্লেখ না করে তাকে ‘বিপু’ নামে সম্বোধন করে নাজমুল লেখেন, “বিপু এবং কিছু আমলার সমন্বয়ে বিদ্যুৎ খাতে সিন্ডিকেট গড়ে তুলে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছিল। উদ্দেশ্য ছিল কমিশনভিত্তিক ব্যবসায়িক সুবিধা নিশ্চিত করা।”

তিনি আরও লেখেন, “বিপু বড়লোক পরিবারের ছেলে হওয়ায় নেত্রী তাকে বিশ্বাস করেছিলেন। কিন্তু সে সেই আস্থার অপব্যবহার করেছে। তার পরিবার ও আশপাশের লোকজনও দুর্নীতিতে জড়িত।”

সিদ্দিকী নাজমুল তার পোস্টে বলেন, “বিপুর রাজনীতি রাজপথ থেকে তুলে এনে এসি রুমে নিয়ে গেছে, রাজনীতিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফাইভ স্টার কর্পোরেট সংস্কৃতিতে রূপান্তর করেছে।”

তিনি স্থানীয় রাজনীতির প্রসঙ্গ টেনে লিখেন, “বিপুর এলাকায় প্রকৃত জনপ্রিয় নেতার নাম শাহীন চেয়ারম্যান। কিন্তু তার বদলে বিপুর ব্যক্তিগত সহকারীকে উপজেলা সাধারণ সম্পাদক বানানো হয়েছে।”

আবেগময় ভাষায় লেখা পোস্টের এক পর্যায়ে তিনি বলেন, “আমরা আওয়ামী লীগের লোকজন এখন প্রতিবেশী রাষ্ট্রের দিকে তাকিয়ে আছি যেন তারা এসে আমাদের রক্ষা করে।”

সবশেষে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আস্থা পুনর্ব্যক্ত করে লেখেন, “নেত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন—এই আওয়ামী লীগে শেখ হাসিনা ছাড়া সবাইকে কেনা যায়। আমি এটা শতভাগ বিশ্বাস করি।”

নাজমুলের এই স্ট্যাটাস সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এতে অনেকে সমর্থন জানালেও কেউ কেউ সমালোচনাও করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন