Logo
Logo
×

রাজনীতি

সরকারে এলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৯:২১ পিএম

সরকারে এলে ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি

জাতীয় নির্বাচন,মির্জা ফখরুল,বিএনপি,কর্মসংস্থান। ফাইল ছবি

জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম ১৮ মাসে ১ কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে বিএনপি। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে দেশের জিডিপিকে ১ ট্রিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করেছে দলটি।  

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‘বিনিয়োগ সম্মেলন ২০২৫’-এ অংশ নিয়ে বিএনপি তাদের এই পরিকল্পনার কথা তুলে ধরে। এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক পেজে ‘১ ট্রিলিয়ন ডলার ইকোনমি’ শিরোনামে একটি পোস্ট দেন।

পোস্টে তিনি জানান, সরকার গঠন করতে পারলে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) ও মোট দেশজ উৎপাদনের (জিডিপি) অনুপাত বর্তমানের ০.৪৫ শতাংশ থেকে ২.৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে বিএনপির। জনগণের ওপর অতিরিক্ত করের চাপ কমিয়ে, কর নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় দূর করে কর আহরণ বাড়ানোর পথেও কাজ করতে চায় দলটি।

বিএনপি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১১টি নীতিগত ও নিয়ন্ত্রক (রেগুলেটরি) সংস্কারের প্রস্তাব দিয়েছে, যার মধ্যে আটটি প্রস্তাব পোস্টে উল্লেখ করেন মির্জা ফখরুল। প্রস্তাবিত উদ্যোগগুলোর মধ্যে রয়েছে—বিডাকে কার্যকর করা, ভিসা ও ওয়ার্ক পারমিট ব্যবস্থার আধুনিকীকরণ, বিনিয়োগকারীদের জন্য ২৪x৭ সেবা চালু, মুনাফা প্রত্যাবাসন প্রক্রিয়ার স্বয়ংক্রিয় ব্যবস্থা, স্থানীয় দক্ষ জনশক্তির জোগান, বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিতে আইন প্রণয়ন ও অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ এবং বৈদেশিক কর্মসংস্থানের প্রসার ঘটাতে প্রশিক্ষণ ও প্রণোদনা নিশ্চিত করা।

বিএনপি মনে করে, সরকার গঠন করতে পারলে তারা আগের চেয়ে আরও বেশি কার্যকরভাবে মানবসম্পদ উন্নয়নে কাজ করবে এবং বৈদেশিক কর্মসংস্থানের পরিসর বাড়াতে বাস্তবসম্মত পদক্ষেপ নেবে। 

বিনিয়োগ সম্মেলন উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক শুভেচ্ছাবার্তায় তিনটি মূল বক্তব্য তুলে ধরেন—(১) ঐক্যই ভবিষ্যতের জাতীয় উন্নয়নের পথ, (২) এফডিআই আকর্ষণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকার আইন প্রণয়ন করেছিল, এবং (৩) দেশনেত্রী খালেদা জিয়ার সরকারগুলো বিনিয়োগবান্ধব নীতি গ্রহণ করেছিল। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন