Logo
Logo
×

রাজনীতি

জুলাই-আগস্টে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে : জামায়াত আমির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ০১:৩৭ পিএম

জুলাই-আগস্টে যারা মানুষ হত্যা করেছে তাদের বিচার হতেই হবে : জামায়াত আমির

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজ ঈদ হলেও দেশের অনেক ঘরে ঈদের আনন্দ নেই। বহু মা তার সন্তানের জন্য কাঁদছেন। জুলাই-আগস্ট আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে, তাদের বিচার হতেই হবে।

সোমবার (৩১ মার্চ) বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাতে অংশগ্রহণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, আমরা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের জন্য ন্যায়বিচার চাই। এমন একটি বাংলাদেশ চাই, যেখানে রক্তপাতের রাজনীতি থাকবে না, মানুষ সমতার ভিত্তিতে বসবাস করবে, এবং ধর্ম-বর্ণ নির্বিশেষে সমান অধিকার উপভোগ করবে।

শফিকুর রহমান বলেন, আমরা চাঁদাবাজ-দখলবাজ মুক্ত সমাজ গড়তে চাই। সত্য কথা বলা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি আমরা আর হতে দিতে চাই না, কারণ জনগণ ফ্যাসিবাদ থেকে মুক্তি চায়।

এর আগে তিনি ঈদের জামাতে অংশ নেওয়া মুসল্লিদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন