
প্রিন্ট: ০৪ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পিএম
জনগণ ১৭ বছর প্রার্থনা করেছে স্বাধীন দেশে ঈদ উদযাপনের : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৩১ মার্চ ২০২৫, ১০:২১ এএম

পরিবারে একসঙ্গে খালেদা জিয়া, তারেক রহমান, জুবাইদা রহমান ও জাইমা রহমান। ছবি : সংগৃহীত
বাংলাদেশের জনগণকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সতেরো বছর ধরে নির্যাতিত জনগণ প্রার্থনা করেছিল একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে ঈদ উদযাপন করার জন্য। ২০২৪ সালে সেই প্রার্থনার ফল তারা পেয়েছে।
রবিবার (৩০ মার্চ) লন্ডনে অবস্থানরত তারেক রহমান এক অভিনন্দন বার্তায় বাংলাদেশের জনগণসহ বিশ্বজুড়ে মুসলমানদের ঈদ শুভেচ্ছা জানান।
তিনি বলেন, ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দুই হাজারেরও বেশি প্রাণের বিনিময়ে বাংলাদেশ আজ স্বৈরাচারী শাসন থেকে মুক্ত। প্রায় দুই দশকের মধ্যে এবারই প্রথম আমরা স্বাধীনভাবে ঈদ উদযাপন করতে পারছি। এ জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
শহীদদের স্মরণ করে তিনি বলেন, আমি অভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আহতদের সুস্থতার জন্য প্রার্থনা করছি।
নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, স্বৈরাচারমুক্ত দেশের প্রথম ঈদ আমরা ভাগাভাগি করে নিই সেই পরিবারগুলোর সঙ্গে, যারা প্রিয়জন হারিয়েছে কিংবা আহত হয়েছে। দেশের সকল সম্প্রদায়ের মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।
পরিবহন খাতের মালিক ও শ্রমিকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, অতিরিক্ত ভাড়া আরোপ থেকে বিরত থাকুন, যাতে মানুষ নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।
সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, পরাজিত শক্তি দেশকে অস্থিতিশীল করতে মরিয়া। আমাদের ঐক্য ও সতর্কতাই তাদের ষড়যন্ত্র ব্যর্থ করবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন ঈদের সময় অতিরিক্ত সতর্কতা বজায় রাখে এবং বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করে।
পরিশেষে তিনি বলেন, স্বাধীন বাংলাদেশের প্রথম ঈদ হোক শান্তি, ঐক্য ও আনন্দের প্রতীক। আল্লাহর কাছে এই আশীর্বাদই কামনা করছি।