
প্রিন্ট: ০২ এপ্রিল ২০২৫, ০৪:০০ পিএম
খুলনা জেলা বিএনপির ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১২:১৫ এএম

ছবি : সংগৃহীত
খুলনা জেলা বিএনপির নতুন ৬১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে মো. মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক এবং শেখ আবু হোসেন বাবুকে সদস্যসচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
বুধবার (২৬ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন—
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: অ্যাডভোকেট মোমরেজুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক: খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, মো. তৈয়েবুর রহমান, এস এম শামীম কবির, গাজী তফসির আহমেদ, কামরুজ্জামান টুকু, অধ্যাপক মনিরুল হক বাবুল, অসিম কুমার সাহা ও এনামুল হক সজলসহ আরও অনেকে।
নতুন কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে কাজ করবেন বলে আশা করা হচ্ছে।