
প্রিন্ট: ২৯ মার্চ ২০২৫, ১১:৪৭ পিএম
রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নয়, স্বার্থের সংঘাত আছে : মির্জা আব্বাস

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ০১:৪২ পিএম

ছবি : সংগৃহীত
রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য নেই, তবে স্বার্থের সংঘাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, প্রত্যেকটি দলের নিজস্ব আদর্শিক জায়গা ও মতাদর্শ আছে। সবাই যার যার মতাদর্শ থেকে কথা বলে। এটাকে আমি অনৈক্য বলবো না। তবে দলগুলোর মধ্যে স্বার্থের সংঘাত আছে।
মির্জা আব্বাস আরও বলেন, যদি কখনও স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন হয়, তখন সবাই একত্রিত হবে। দলীয় স্বার্থে ভিন্নমত থাকতে পারে, কিন্তু জাতীয় স্বার্থে প্রয়োজন হলে জনগণ ঐক্যবদ্ধ হবে।
স্বাধীনতার ঘোষক হিসেবে জিয়াউর রহমানের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছরে আমরা প্রকৃত স্বাধীনতার স্বাদ মাঝে হারিয়েছিলাম। তবে গত ৫ আগস্টের পর আবার নতুন করে পেয়েছি।
তিনি আরও বলেন, আমরা মাত্র কিছু দিন আগে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে নতুন স্বাদ পেয়েছি। কেউ কেউ এটাকে দ্বিতীয় স্বাধীনতা বলে থাকেন, কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা বলে কিছু নেই। ৭১-এর স্বাধীনতাকে খাটো করতেই এসব বলা হয়।
এসময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি নেতা আমানুল্লাহ আমানসহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।