Logo
Logo
×

রাজনীতি

রিকশা শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার আয়োজন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:৩২ পিএম

রিকশা শ্রমিকদের নিয়ে জামায়াতের ইফতার আয়োজন

ছবি : সংগৃহীত

হাতিরঝিল থানার রিকশা চালকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে জামায়াতে ইসলামী। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত এই ইফতার ও মতবিনিময় সভায় ৩৫০ জন রিকশা শ্রমিক অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার-মিডিয়া সম্পাদক ও উন্নয়ন ফোরাম হাতিরঝিলের সভাপতি আতাউর রহমান সরকার।

রমনা রিকশা ট্রেড ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আলমের সভাপতিত্বে এবং সেক্রেটারি কবির আহমেদের সঞ্চালনায় আয়োজিত এ মাহফিলে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ রিকশা শ্রমিক ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাহবুব আলম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক ডা. সুলতান মাহমুদ।

এছাড়া বক্তব্য দেন হাতিরঝিল পশ্চিমের সভাপতি আব্দুল ওয়াদুদ সর্দার, সেক্রেটারি আলমগীর হোসেনসহ আরও অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, জামায়াতে ইসলামী সব শ্রেণির মানুষের প্রতি সমান শ্রদ্ধাশীল এবং শ্রমজীবী মানুষকে বন্ধু মনে করে। রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমজীবীদের ব্যবহার করা হলেও জামায়াত কখনো সেই নীতিতে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, শ্রমিকদের মৌলিক অধিকার নিশ্চিত করতে রাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং তাদের জীবনমান উন্নয়নে আন্তরিক হতে হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন