
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৭:১৯ এএম
বিদেশি কূটনীতিকদের সম্মানে এনসিপির ইফতার আয়োজন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১০:২২ পিএম

ছবি : সংগৃহীত
বিদেশি কূটনীতিকদের সম্মানে এক বিশেষ ইফতার মাহফিলের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৪ মার্চ) রাজধানীর বনানীতে অনুষ্ঠিত এই ইফতার আয়োজনে ২৭টি দেশের কূটনীতিক ও মিশন প্রধানরা অংশ নেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পার্টির উদ্যোগে আয়োজিত এ ইফতার মাহফিলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা অংশ নেন। উপস্থিত দেশগুলোর মধ্যে ছিল আর্জেন্টিনা, তুরস্ক, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, সুইডেন, নরওয়ে, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জার্মানি, চীন, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, স্পেন, নেপাল, ডেনমার্ক, ইরান, ইউরোপীয় ইউনিয়ন, সুইজারল্যান্ড, কসোভো, নেদারল্যান্ডস, কানাডা, জাপান, শ্রীলঙ্কা ও রাশিয়া।
এ আয়োজন কূটনৈতিক সম্পর্কের উন্নয়ন ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।