
প্রিন্ট: ২৬ মার্চ ২০২৫, ১১:২১ পিএম
১৯৭১ এবং ২০২৪-কে এককাতারে আনা সমুচিত নয় : বিএনপি

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৫, ০৫:৫২ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের অভ্যুত্থানকে এককাতারে আনার বিষয়টি সমুচিত নয় বলে মত দিয়েছে বিএনপি। দলটি সংবিধানের প্রস্তাবনা পরিবর্তন বা সংশোধনের প্রস্তাবের বিরোধিতা করেছে এবং রাষ্ট্রের নাম পরিবর্তনের প্রয়োজন নেই বলে জানিয়েছে।
রোববার (২৩ মার্চ) দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে সংস্কার কমিশনগুলোর সুপারিশের ওপর লিখিত মতামত জমা দেয় বিএনপি। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের জানান, সংবিধানের প্রস্তাবনা স্পেডশিটে উল্লেখ করা উচিত ছিল, যা করা হয়নি। তিনি বলেন, প্রস্তাবনায় ১৯৭১ এবং ২০২৪-কে একসঙ্গে আনা হয়েছে, যা বিএনপির মতে সমুচিত নয়। এটি সংবিধানের তফসিল অংশে রাখা যেতে পারে বলে তিনি মত প্রকাশ করেন।
সংবিধানে রাষ্ট্রের নাম পরিবর্তনের বিষয়ে বিএনপি জানিয়েছে, দীর্ঘদিন ধরে জনগণ রাষ্ট্রের নাম মেনে নিয়েছে এবং নাম পরিবর্তনের মাধ্যমে কতটুকু অর্জন হবে, তা প্রশ্নসাপেক্ষ। এছাড়া এনআইডি এবং সংসদীয় আসনের সীমানা নির্ধারণের ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রাখার পক্ষে মত দিয়েছে দলটি।
সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে নির্বাচন কমিশনের মতামতও বিএনপির মতের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানা গেছে।