
প্রিন্ট: ২৭ মার্চ ২০২৫, ১২:০৫ এএম
সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দেখার সুযোগ নেই : সারজিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:৩৬ পিএম

ছবি : সংগৃহীত
সেনাবাহিনীকে প্রতিপক্ষ হিসেবে দেখার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে রংপুর বিভাগ রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সারজিস আলম বলেন, "সেনাবাহিনী প্রধানকে সরানোর প্রশ্ন কখনোই আসেনি। বরং এ বিষয়ে বিভ্রান্তিমূলক গুজব ছড়ানো হচ্ছে। আমরা মনে করি, এ ধরনের পরিস্থিতি এখনও তৈরি হয়নি এবং ভবিষ্যতেও যাতে না হয়, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক দলগুলোর পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।"
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, "সেনাবাহিনী এমন একটি প্রতিষ্ঠান, যার প্রতি আমাদের সবার আস্থা ও শ্রদ্ধা রয়েছে, এবং আমরা এটি বজায় রাখতে চাই। জাতীয় নাগরিক পার্টি কিংবা আমার ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকেও সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধাবোধ সবসময়ই ছিল এবং থাকবে। বাংলাদেশের সংকটকালীন সময়ে সেনাবাহিনী জনগণের পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে।"
তিনি আরও বলেন, "বর্তমান যে পরিস্থিতির কথা শোনা যাচ্ছে, সেটি প্রকৃতপক্ষে ততটা গুরুতর নয়। জনগণ কিংবা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সেনাবাহিনীকে মুখোমুখি করার কোনো অবকাশ নেই। যদি কোনো নির্দিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে প্রশ্ন বা মতামত থাকে, সেটি যৌক্তিক আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। তবে আমাদের মনে রাখতে হবে, যারা দেশের গঠনমূলক পরিবর্তনের অংশ ছিল, তারা কখনোই একে অপরের বিরুদ্ধে অবস্থান নেবে না।"