
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৩:১৮ এএম
সোশ্যাল মিডিয়ায় হাসনাতের বক্তব্য শিষ্টাচার বর্জিত : নাসিরুদ্দীন পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:২৯ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী মন্তব্য করেছেন যে, হাসনাত আব্দুল্লাহর সাম্প্রতিক বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়া উচিত হয়নি। তিনি এটিকে শিষ্টাচার বর্জিত বলে আখ্যা দিয়েছেন।
শনিবার (২২ মার্চ) সিলেট জেলা এনসিপি কমিটির আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
নাসিরুদ্দীন পাটোয়ারী বলেন, “রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিভিন্ন কমিটির সঙ্গে হাসনাত আব্দুল্লাহর আলোচনা হয়েছে, তবে তার বক্তব্যের সামাজিক মাধ্যমে প্রকাশ অনাকাঙ্ক্ষিত। এটি শিষ্টাচারের লঙ্ঘন।”
তিনি আরও বলেন, “আমরা লক্ষ্য করছি, কিছু সরকারি প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ রাজনৈতিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছেন, যা কাম্য নয়। রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক ব্যক্তিরাই নেবেন, সেখানে সরকারি সংস্থার কোনো ভূমিকা থাকা উচিত নয়। আমরা সংশ্লিষ্টদের রাজনৈতিক বিষয় থেকে দূরে থাকার আহ্বান জানাই।”
এক প্রশ্নের জবাবে নাসিরুদ্দীন পাটোয়ারী স্পষ্টভাবে জানান, প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে তারা একমত নন। তিনি বলেন, “বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোন বা যে কোনো রাজনৈতিক দল, যারা আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং তাদের প্রতীক ও আদর্শ বিলোপের প্রক্রিয়ায় বাধা দেবে, তাদের বিরুদ্ধেই আমাদের লড়াই চলবে। আমরা এ বিষয়ে পিছপা হব না।”
এনসিপির এই নেতা জোর দিয়ে বলেন, তাদের দল নীতিগত অবস্থান থেকে কোনো আপস করবে না এবং তারা রাজনৈতিক লক্ষ্য অর্জনে দৃঢ়ভাবে এগিয়ে যাবে।