
প্রিন্ট: ৩০ মার্চ ২০২৫, ০৫:৪০ এএম
আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৫, ১১:০২ পিএম

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের
জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বাদ দিলে নির্বাচন অর্ধেক জনগণকে বাইরে রেখে অনুষ্ঠিত হবে, যা কখনোই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে না—এমন মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।
শনিবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জি এম কাদের স্পষ্টভাবে বলেন, “প্রতিটি রাজনৈতিক দলকে সুষ্ঠুভাবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে হবে।” তিনি আরও বলেন, প্রতিযোগিতা কমিয়ে দেওয়ার মাধ্যমে রাজনীতিকে একক নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা সফল হবে না। এ ধরনের পদক্ষেপ অতীতে কেউ সফল করতে পারেনি, ভবিষ্যতেও সম্ভব হবে না।
সেনাবাহিনীর ভূমিকা নিয়ে নেতিবাচক মন্তব্য করা কিংবা তাদের কাজে বাধা দেওয়া জনস্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি বলেন, “রাজনৈতিক দলগুলো একে অপরের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হলে গণতন্ত্রের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয়।”
নেতাকর্মীদের উদ্দেশে জি এম কাদের বলেন, “জনগণের মাঝে আমাদের অবস্থান ধরে রাখতে হবে। আমাদের ভুলে যাওয়ার সুযোগ দেওয়া যাবে না।” তিনি আরও বলেন, “কোনো ষড়যন্ত্রের কাছে মাথানত করা হবে না। যেখানে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে, প্রয়োজনে জীবন দিয়েও।”