
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১০:৪৯ পিএম
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হয়নি: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৫, ০৭:৩১ পিএম

ছবি : সংগৃহীত
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে গোলটেবিল বৈঠকে সংস্কার নিয়ে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।
শনিবার (১৫ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল জানান, বৈঠকে জাতিসংঘ মহাসচিবকে সংস্কার কমিশনগুলোর কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। তিনি আরও বলেন, বিএনপি সবসময়ই সংস্কারের পক্ষে এবং দ্রুত নির্বাচনকেন্দ্রিক সংস্কার সম্পন্ন করার ওপর জোর দিয়েছে।
নির্বাচন নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। সংস্কার কমিশনের সঙ্গে বিএনপির নিয়মিত যোগাযোগ রয়েছে এবং তাদের প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করা হচ্ছে।
জাতিসংঘ মহাসচিবকে কোনো টাইম ফ্রেম দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তিনি জানান, ইতোমধ্যে কমিশনের সঙ্গে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।