
প্রিন্ট: ১৫ মার্চ ২০২৫, ০৭:৫৯ এএম
নারী নিপীড়নের ঘটনায় প্রশাসনের ঢিলেমির অভিযোগ বিএনপির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৫, ০৩:২৫ পিএম

রুহুল কবির রিজভী।
নারী নিপীড়নের ঘটনায় প্রশাসনের ঢিলেমির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (১৪ মার্চ) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, “বিগত ১৬ বছরে আওয়ামী লীগ শাসনামলে বিচারহীনতার সংস্কৃতির কারণে ধর্ষণসহ নানা অপরাধ বেড়েছে। প্রশাসনের উদাসীনতায় অপরাধীরা শাস্তি পাচ্ছে না, যা অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তির জন্য ক্ষতিকর।”
নারী ও শিশু নির্যাতন মোকাবিলায় বিএনপি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে তিনি বলেন, “জেলাভিত্তিক আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল গঠন করা হয়েছে। আমরা প্রকৃত দুষ্কৃতিকারীদের দ্রুততম সময়ে শাস্তি চাই।”
অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, “শেখ হাসিনা ও তার মন্ত্রীরা যেখানে পালিয়ে থাকুক, বিএনপি সরকার গঠন করলে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।”
তিনি অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় ঐক্য গড়ে তুলতে হবে।”