
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ১২:৫১ পিএম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৫৬ পিএম

ছবি : সংগৃহীত
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত হাজারো কর্মী-সমর্থকের উপস্থিতিতে সমাবেশস্থল মুখর হয়ে ওঠে। ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’—এমন নানা স্লোগানে প্রকম্পিত হয় সমাবেশস্থল।
খুলনা থেকে আসা সমর্থক মিজানুর রহমান কবির বলেন, “জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মত্যাগের মূল্যায়ন চাই। নতুন দলের কাছে আমাদের প্রত্যাশা—বৈষম্যহীন একটি বাংলাদেশ।”
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ ও এবি পার্টির নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
নতুন দলের আহ্বায়কের দায়িত্ব নিয়েছেন মো. নাহিদ ইসলাম, যিনি মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন। আখতার হোসেন দলের সদস্যসচিবের দায়িত্ব পেয়েছেন।
দলটির সাংগঠনিক কাঠামোও চূড়ান্ত করা হয়েছে। নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক, হাসনাত আবদুল্লাহ (দক্ষিণাঞ্চল) ও সারজিস আলম (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন। এছাড়া, সালেহউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে ‘জাতীয় নাগরিক পার্টি’ কীভাবে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করে, তা এখন দেখার বিষয়।