
প্রিন্ট: ১২ এপ্রিল ২০২৫, ০১:৫৯ এএম
২৬ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল গঠনের আনুষ্ঠানিক ঘোষণা

যুগেরচিন্তা২৪ ডেস্ক
প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০৯ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। তারা আগামী ২৬ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে একটি সমাবেশ আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিতে চাচ্ছে।
নতুন দল গঠনের প্রক্রিয়ার জন্য একটি প্রস্তুতি কমিটি তৈরি করা হয়েছে। গতরাতে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ২৬ ফেব্রুয়ারির সমাবেশের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সমাবেশের জন্য জনমত সৃষ্টি, সাংস্কৃতিক, চিকিৎসা ও গণমাধ্যম বিষয়ক তিনটি উপকমিটি গঠন করা হয়। এছাড়া, নতুন দল সম্পর্কে জনমত বিশ্লেষণ এবং মূল্যায়ন করার জন্য একটি উপকমিটি গঠিত হয়।
বৈঠকে একটি সূত্র জানায়, সমাবেশে দলের ঘোষণা হলেও সনদ প্রকাশ নাও হতে পারে। গত বছরের সেপ্টেম্বরে গণঅভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব নতুন রাজনৈতিক দল গঠনের আলোচনা শুরু হয়।
নতুন দলের আহ্বায়ক হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম দায়িত্ব নেবেন। তবে দলের সদস্য সচিব পদ নিয়ে মতবিরোধ রয়েছে। নাগরিক কমিটির এক সূত্র জানায়, উপদেষ্টা মাহফুজ আলম চান নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এই পদে আসুক। অন্যদিকে, শিবিরের সাবেক সদস্যরা চান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিবির নেতা আলী আহসান জোনায়েদ দলের দ্বিতীয় প্রধান হিসেবে থাকুক।
সূত্র জানায়, সম্ভাব্য বিভেদ এড়াতে এবং প্রাক্তন শিবির নেতাদের অন্তর্ভুক্ত করার জন্য মূল নেতারা সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সিনিয়র সদস্য সচিব পদ নিয়ে আলোচনা করছেন।