কাকে ভয় দেখান, রাজপথের রাজা ছাত্রলীগ : সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৯:৫৯ পিএম
রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্যে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, কাকে ভয় দেখান? রাজপথ থেকে জন্ম নিয়েছে ছাত্রলীগ, রাজপথের রাজা ছাত্রলীগ।
জনদুর্ভোগ পরিহার করে শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকাডেমি কার্যক্রম সচল রাখা ও কোটা ইস্যুর যৌক্তিক সমাধানের দাবিতে মিছিল শেষে বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, মামা বাড়ির আবদারের মতো যেখানে সেখানে ব্লকেড দিয়ে বসেছে। এই মুহূর্তে বাংলাদেশে কোনো কোটা পদ্ধতি নেই। এরপরও ব্লকেড ব্লকেড খেলা এবং দুর্ভোগ তৈরির কোনো যৌক্তিকতা আছে?
সাদ্দাম আরও বলেন, বুয়েটে রাব্বির সিট বাতিল করেছে, কোথাও কোনো অবরোধ হয়েছে? কোথাও কোনো দুর্ভোগ হয়েছে? আইনের মাধ্যমে রাব্বি তার সিট ফিরে পেয়েছে?
সাদ্দাম বলেন, একবার বলে মেধা না কোটা একবার বলে কোটার সংস্কার চায়? তারা আসলে কোনটা চায়? আদালত বলছে কোটা নেই, তাও তারা আন্দোলন করছে। তারা কি কোটার সংস্কার চায় নাকি কোটায় কোটায় আন্দোলন করতে চায়?
বিএনপিকে উদ্দেশ্য করে ছাত্রলীগ সভাপতি বলেন, আগে খেলতো আন্দোলন আন্দোলন খেলা এখন খেলছে সমর্থন সমর্থন খেলা। এখন যারা শাহবাগে রয়েছে, তারা প্রফেশনাল আন্দোলনকারী।
তিনি বলেন, ব্যানারে লিখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা ব্যবস্থা তুলে দেয়ার পর পার্বত্য চট্টগ্রামে দুজন সুযোগ পেয়েছে। কোটা তুলে দেওয়ার পর পুলিশ প্রশাসনে মেয়েরা শতকরা ৪জন সুযোগ পেয়েছে।
সাদ্দাম বলেন, কোটা মানে কি কম মেধা? মেয়েরা কি প্রিলিমিনারিতে পাস করে না? সব পাস করেই তো সুযোগ পায়। নারীদের যে কোটা রয়েছে তাতে বাংলাদেশের প্রত্যেকটি মেয়ে সাংবিধানিক সুযোগ পাবে।
তিনি বলেন, চার বছর পর ফুটবল খেলার জন্য অপেক্ষা করি, বিএনপি জামাতে সময় বিসিএসের জন্য অপেক্ষা করা লাগতো। বিএনপির আমলে হাওয়া ভবন থেকে লিষ্ট ধরিয়ে দেয়া হতো কারা বিসিএস ক্যাডার হবে।