
প্রিন্ট: ১৬ মার্চ ২০২৫, ০১:১১ পিএম
আগের চেয়ে সুস্থ আছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:১৯ পিএম

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে লন্ডনে ছেলের বাসায় আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন জানিয়েছেন, খালেদা জিয়ার চিকিৎসা তার বড় ছেলে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকেই চলছে। বাসায় তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, পুত্রবধূ শর্মিলা রহমান ও তিন নাতনি—ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান—তার সেবাযত্ন করছেন।
তিনি বলেন, বেগম খালেদা জিয়া মানসিকভাবে আগের তুলনায় অনেক ভালো আছেন। ডাক্তাররা তাকে বাসায় গিয়ে দেখেছেন, তার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে লন্ডনে নেওয়া হয়। অধ্যাপক জাহিদ জানান, লন্ডনে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এর চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। বর্তমানে তিনি প্রফেসর প্যাট্রিক কেনেডি, প্রফেসর জেনিফার ক্রস এবং ড. ব্যারেডের অধীনে চিকিৎসাধীন আছেন। বাসায় সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় পরীক্ষাগুলো নিয়মিত করা হচ্ছে।
কবে নাগাদ বিএনপি চেয়ারপারসন দেশে ফিরবেন, এ প্রসঙ্গে অধ্যাপক জাহিদ বলেন, এখনই নির্দিষ্ট করে কিছু বলা যাচ্ছে না। চিকিৎসকরা যখন অনুমতি দেবেন বা তিনি নিজে দেশে ফেরার উপযুক্ত মনে করবেন, তখনই তিনি বাংলাদেশে ফিরবেন।
বিএনপি চেয়ারপারসনের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীসহ প্রবাসী বাংলাদেশিদের কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক জাহিদ।
উল্লেখ্য, ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর খালেদা জিয়া লন্ডন ক্লিনিক থেকে তারেক রহমানের বাসায় ওঠেন। ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।