Logo
Logo
×

রাজনীতি

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে যুবলীগ নেতা রাজন গ্রেপ্তার

Icon

যুগেরচিন্তা২৪ প্রতিবেদক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৯ পিএম

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে যুবলীগ নেতা রাজন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে রাজন নামে যুবলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা।

রবিবার সকালে পল্লবী কালশী এলাকায় আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে হাতেনাতে ধরা পড়েন যুবলীগ নেতা রাজন (৩৫)। পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম ভোরের কাগজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রাজন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে।

আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও বিএনপি সহ স্থানীয় জনগণ। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে ১ থেকে ১৮ ফেব্রুয়ারি পাঁচ ধরনের কর্মসূচি। ১ থেকে ৫ ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি; ৬ ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ; ১০ ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ; ১৬ ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক হরতালের ডাক।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন