Logo
Logo
×

রাজনীতি

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

Icon

যুগেরচিন্তা২৪ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১০:২৩ এএম

হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া লন্ডনের দ্য ক্লিনিক হাসপাতাল থেকে ১৭ দিন চিকিৎসা নিয়ে ছেলে তারেক রহমানের বাসায় ফিরতে পারেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাত ৯টায় তার ছেলের বাসায় নেওয়া হবে। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৪টা) দ্য ক্লিনিকের সামনে সংবাদকর্মীদের ব্রিফিংকালে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানান।

চিকিৎসক জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তার বয়স ও স্বাস্থ্য বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করা হবে। বর্তমানে ওষুধের মাধ্যমে চলমান চিকিৎসাপদ্ধতি সম্পর্কে যুক্তরাজ্যের দ্য ক্লিনিক এবং যুক্তরাষ্ট্রের জনস হপকিনস মেডিকেল কলেজের চিকিৎসকরা একমত হয়েছেন।

বৃহস্পতিবার লন্ডনের কিংস কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও খালেদা জিয়াকে দেখে গেছেন। তারা দুটি পরীক্ষা করতে বলেছেন। আজ পরীক্ষার ফলাফল এলে সন্ধ্যায় হাসপাতাল থেকে খালেদা জিয়া বাসায় যেতে পারেন বলে আশা করা হচ্ছে।

চিকিৎসক জাহিদ আরও জানান, খালেদা জিয়া তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনের বাসায় অবস্থান করবেন। সেখান থেকে প্রফেসর প্যাট্রিক কেনেডি এবং জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা চালিয়ে যাবেন।

এদিকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে দ্য ক্লিনিক হাসপাতাল থেকে খালেদা জিয়ার কিছু মালপত্র গাড়িতে তুলতে দেখা গেছে।

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে আসেন। ওই দিন স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় তিনি হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি দ্য ক্লিনিক হাসপাতালে নেওয়া হন। সেখানে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন