Logo
Logo
×

রাজনীতি

পর্তুগালের লিসবনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৫, ১০:৪৬ এএম

পর্তুগালের লিসবনে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ৭ জন আহত

ছবি : সংগৃহীত

পর্তুগালের রাজধানী লিসবনে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছেন তারেক আহমেদ, সুমন (মিলফোন্তেজ), সামসুজ জামান, গ্লিলমান, জামিল ও জুবেল। তারা প্রত্যেকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

গত রোববার স্থানীয় সময় দুপুর ২টায় ব্যক্তিগত সমস্যা নিয়ে বিএনপি উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এ বিষয়ে আব্দুস সালাম জানান, পর্তুগাল বেজা শহর বিএনপির সিনিয়র সহসভাপতি কামিল আহমেদের জন্মদিনের দাওয়াত ঘিরে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

পর্তুগাল বিএনপির সদস্য সচিব ছায়েফ আহমেদ সুইট যুগেরচিন্তা২৪ কে বলেন, বিএনপিতে কোনো সন্ত্রাসীদের ছাড় নেই। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, তারা কেউই পর্তুগাল বিএনপির কোনো পদে নেই। যদি পর্তুগাল বিএনপির কেউ এরকম সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

পর্তুগালের লিসবনের আইনশৃঙ্খলা বাহিনীর (পিএসপি) ডেপুটি সুপারিনটেনডেন্ট বলেন, সহিংসতায় সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে দাঁত ভাঙা, পা ও পেটে আঘাত, মাথায় কাটা ও ছুরির আঘাত রয়েছে। হামলায় আহত হয়ে চারজন আমাদের পুলিশ ফাঁড়িতে সাহায্য চাইতে আসলে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি। আহতদের মধ্যে একজনের কোমরে এবং দু’জনের মাথায় ছুরির আঘাত রয়েছে। আসামিদের চিহ্নিত করতে লিসবন মেট্রোপলিটন পুলিশ কাজ করছে।

পর্তুগাল বাংলাদেশ কমিউনিটির নেতা রানা তাসলিম উদ্দিন যুগেরচিন্তা২৪ কে বলেন, বাংলাদেশীদের মধ্যে এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। পর্তুগালের আরেকটি শহর থেকে এসে বাংলাদেশি পাড়ায় নামধারী সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। হামলার পর থেকে পর্তুগালের গোয়েন্দা সংস্থা অস্ত্রধারী হামলাকারীদের চিহ্নিত করতে কাজ করছে। সর্বোপরি এই ঘটনায় পর্তুগীজদের কাছে বাংলাদেশীদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আমি এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই।

উল্লেখ্য, দুই পক্ষের এই হামলার ঘটনায় পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে উত্তেজনা বিরাজ করছে। রুয়াদো বেনফর্মোসোতে আজ সারা দিন পর্তুগীজ টিভি চ্যানেল ও পুলিশের উপস্থিতি দেখা গেছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন