Logo
Logo
×

রাজনীতি

মাইনাস টু ফর্মুলার আশা কখনোই পূরণ হবে না : আমীর খসরু

Icon

যুগের চিন্তা ২৪ প্রতিবেদক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ পিএম

মাইনাস টু ফর্মুলার আশা কখনোই পূরণ হবে না : আমীর খসরু

ছবি : সংগৃহীত

খালেদা জিয়ার বিদেশ যাওয়াকে কেন্দ্র করে অনেকেই মাইনাস টু ফর্মুলার কথা বলছেন। এটা তাদের মনগড়া কথা। সেই আশা কখনোই পূরণ হবে না। কারণ বর্তমানে বিএনপি অনেক বেশি শক্তিশালী দলে পরিণত হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১০ জানুয়ারি) দেশে ফেরা বিএনপির কয়েকজন নেতাকর্মীকে নিয়ে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংস্কারের প্রথম ধাপ হচ্ছে নির্বাচন। গণতন্ত্রকে ফেরাতে নির্বাচনের বিকল্প নেই। এর মাধ্যমেই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে হবে। আর তাই আমরা বিএনপি’র পক্ষ থেকে বরাবরই দ্রুত নির্বাচনের কথা বলে আসছি।

বিএনপির এ নেতা আরও বলেন, এ আন্দোলন একদিনে হয়নি। বিদেশে থেকেও নেতাকর্মীরা আন্দোলনে সোচ্চার ছিলেন এবং জনমত তৈরি করেছেন। দেশে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ত্যাগ ভোলার মতো নয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন