Logo
Logo
×

রাজনীতি

ঢাকা ছাড়ার আগে যে বার্তা দিয়েছেন খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ১০:৪৫ এএম

ঢাকা ছাড়ার আগে যে বার্তা দিয়েছেন খালেদা জিয়া

লন্ডনের উদ্দেশে বিমানবন্দর ত্যাগ করার আগে বেগম খালেদা জিয়াকে বিদায় জানান দলের সিনিয়র নেতারা। ছবি : সংগৃহীত

চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশের জনগণের জন্য কিছু বার্তা দিয়েছেন। তিনি দেশের সকল মানুষের মঙ্গল কামনা করেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মঙ্গলবার রাত ১২টার পর বিমানবন্দর থেকে খালেদা জিয়াকে বিদায় দেওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা জানান। 

তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন দেশের জনগণের মঙ্গল কামনা করেছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা বলেছেন।”

মির্জা ফখরুল আরও বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতন এবং মিথ্যা মামলায় তাকে ছয় বছর আটক রাখা হয়। এই সময়ে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। আমরা বারবার সরকারের কাছে তাকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার আবেদন জানিয়েছিলাম, কিন্তু হাসিনা কোনো সাড়া দেননি।”

তিনি আরও বলেন, “আল্লাহর রহমতে, ছাত্র-জনতার অভ্যুত্থানের পর হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর আজ বেগম খালেদা জিয়া সব মিথ্যা মামলায় মুক্ত হয়ে চিকিৎসার জন্য লন্ডনে যাচ্ছেন, এজন্য আল্লাহর কাছে শুকরিয়া।”

বিএনপি মহাসচিব বলেন, “আমরা আশা করছি, খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে দ্রুত ফিরে আসবেন এবং আবার দেশের মানুষের কাছে তাদের নেত্রী হিসেবে ফিরে আসবেন।”

এছাড়া, বিএনপি নেতার মন্তব্য অনুযায়ী, খালেদা জিয়ার বিদায়ের সময় দলের হাজারো নেতা-কর্মী বিমানবন্দর সড়কে অবস্থান নেন। তবে, সুশৃঙ্খলভাবে বিদায় জানাতে বিএনপির নেতাকর্মীদের ফুটপাতে দাঁড়ানোর নির্দেশ দেওয়া হলেও, কিছু নেতাকর্মী রাস্তায় চলে আসেন, ফলে কিছুটা জনদুর্ভোগ সৃষ্টি হয়।

চিকিৎসা শেষে বেগম খালেদা জিয়া এবং তার ছেলে তারেক রহমান একসঙ্গে দেশে ফিরবেন, এমন প্রত্যাশা দলের নেতাদের।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন