রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন: জামায়াত আমির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৪, ০৭:৫২ পিএম
রাজনীতি করতে হলে রাজকীয় মানসিকতা প্রয়োজন: জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজনীতি করার জন্য রাজকীয় মানসিকতা থাকা জরুরি। যারা কেবল নিজের স্বার্থসিদ্ধির জন্য রাজনীতিতে জড়িত, তাদের এ ক্ষেত্র থেকে সরে যাওয়া উচিত। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে জাতীয় কৃষিবিদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, রাজনীতি হলো দেশ ও মানুষের সেবার জায়গা। কিন্তু যারা রাজনীতিকে ব্যক্তিগত আখের গোছানোর মাধ্যম হিসেবে দেখেন, তাদের জন্য রাজনীতিতে জায়গা নেই। তরুণ প্রজন্ম এমন রাজনীতিবিদদের প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, স্বৈরাচারী সরকারের পতনের পর দেখা যাচ্ছে, অনেকে নিজেদের স্বার্থে ব্যস্ত হয়ে পড়েছেন। তাদের বলছি, দেশের মানুষ আপনাদের আর চায় না। নতুন প্রজন্ম সৎ ও নিষ্ঠাবান নেতৃত্ব খুঁজছে।
এসমত পতিত আওয়ামী সরকারের সমালোচনা করে তিনি বলেন, তারা (আ.লীগ) ক্ষমতায় থেকে মেধার জেনোসাইড ঘটিয়েছে। সন্ত্রাসীদের গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশকে খুন, গুম ও ধর্ষণের চারণভূমিতে পরিণত করেছে। উন্নয়নের নামে জাতিকে ধোঁকা দেয়া হয়েছে বলেও অভিযোগ আনেন তিনি।
আয়নাঘরের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেন, আমাকেও স্বৈরাচার সরকারের সময়ে দুই ঘণ্টা আয়নাঘরে রাখা হয়েছিল। সেখানে অনেক গুম হওয়া ব্যক্তিদের সঙ্গে দেখা হয়েছিল। তারা জানত না তাদের পরিবার বেঁচে আছে কি না।
এগ্রিকালচারিস্টস ফোরাম অব বাংলাদেশের (এএফবি) সভাপতি ড. এটিএম মাহবুব ই ইলাহির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির মহাসচিব কৃষিবিদি মুহাম্মদ মাসউদ, বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ড. মোশাররফ হোসেন, অর্থনীতিবিদ ও গবেষক ড. মুহাম্মদ মিজানুর রহমানসহ আরও অনেকে।