অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে : মেজর হাফিজ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৯ পিএম
ছবি : সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ আশা ব্যক্ত করে বলেছেন, অন্তর্বর্তী সরকার দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এই আশা ব্যক্ত করেন।
এসময় প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ তুলে মেজর হাফিজ বলেন, ‘জুলাই-বিপ্লবের মাধ্যমে দেশকে আবারও সাজানোর সুযোগ এসেছে। অনেকটা দ্বিতীয় স্বাধীনতা পাওয়ার মতই।’
তিনি আরো বলেন, ‘গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে দ্রুত বর্তমান অন্তর্বর্তী সরকার নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে। সেই নির্বাচনে সবার অংশগ্রহণে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন হবে।’
মেজর হাফিজ উল্লেখ করে আরো বলেন, নির্বাচন ঘিরে বিএনপির দায়িত্ব রয়েছে। বিএনপিকে নিয়ে অনেকে কুৎসা রটনা করবে, সেগুলো যেন মিথ্যা প্রমাণ করতে পারি, সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।