Logo
Logo
×

রাজনীতি

পুলিশ কমিশন গঠন ও র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ পিএম

পুলিশ কমিশন গঠন ও র‍্যাব বিলুপ্তির সুপারিশ বিএনপির

ফাইল ছবি

পুলিশ কমিশন গঠন ও দেশ-বিদেশের মহলে র‍্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ।  

হাফিজ উদ্দিন বলেন, গত ১৬ বছরে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ। যার মধ্যে পুলিশ বাহিনী অন্যতম। যারা বিতর্কিত হয়ে পড়েছেন, মর্যাদা বলতে কিছুই বাকি নেই সেইসব পুলিশ সদস্যদের। গুম-খুন-নির্যাতনের কারণে তাদের ওপরে আস্থা নেই জনগণের। ৬ সদস্যের পুলিশ সংস্কার কমিটি করে বিএনপি। তাদের দেয়া প্রতিবেদন তুলে ধরা হলো।

 পেশাদারিত্বের বাইরে গিয়ে মারমুখি কখনও হিংস্র হয়ে গেছে পুলিশ বিভাগ। জুলাই বিপ্লবে আন্দোলন দমানোর নামে তারা সহাস্রাধিক হত্যা ও রক্তাক্ত করেছে পুরো জাতিকে-এ কথা জানিয়ে তিনি আরও বলেন, পুলিশ গণশত্রুতে পরিণত হওয়ার পরও এ বাহিনীকে ছেটে ফেলার সুযোগ নেই। তাদেরকে সংস্কার করতে হব। নতুন করে গড়তে হবে। রাজনৈতিক প্রভাবমুক্ত করে সুশৃঙ্খল ও জনবান্ধব পুলিশবাহিনী গড়ে তোলার সুপারিশ করা হয়েছে। পুলিশ কমিশন গঠনের সুপারিশ করা হয়েছে৷ দেশ-বিদেশের মহলে র‍্যাবের কর্মকাণ্ডে বিতর্ক সৃষ্টি হওয়ায় তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রশ্ন তুলে বিলুপ্তের সুপারিশ করেছে বিএনপি গঠিত পুলিশ সংস্কার কমিটি।

এদিকে গুলশানের উদয় টাওয়ারে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, বাংলাদেশের গান জাতির সামনে তুলে ধরতে (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে মানিক মিয়া এভিনিউয়ে কনসার্ট আয়োজন করবে 'সবার আগে বাংলাদেশ' সংগঠন। দেশ ও জাতি সকলকে ঐক্যবদ্ধ রাখতে এ আয়োজন। 

তিনি আরও বলেন, ভিনদেশি সংস্কৃতির প্রভাবই শুধু নয়, পতিত স্বৈরাচার সরকার এখন ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ধ্বংসের চক্রান্তকারীদের সাথে তারা এক হয়ে ষড়যন্ত্রে লিপ্ত। কোনো অপসংস্কৃতি, ষড়যন্ত্রের কাছে মাথা নত করবে না বাংলাদেশি জাতি।

 এ কনসার্ট শুরু হবে বিকেল ৩টা থেকে। সবাইকে আমন্ত্রণ। এ আয়োজনে নগরবাউল, সোলস, আর্ক, শিরোনামহীন, বাউল-লালন, কনা, বেবি নাজনীনসহ অনেকে শিল্পী থাকবেন। ভিনদেশি সংস্কৃতিকে পরিত্যাগ করার জন্য নতুন প্রজন্মের সামনে এ বার্তা দিতেই কনসার্ট বলেও জানান তিনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন