ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রা
বিএনপির কার্যালয়ের সামনে জমায়েত হচ্ছে ৩ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ এএম
নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে ৩ অঙ্গসংগঠনের নেতাকর্মী। ছবি : সংগৃহীত
ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে পদযাত্রায় অংশ নিতে বিএনপির তিন অঙ্গসংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে বিএনপির প্রধান কার্যালয়ের সামনে জমায়েত হতে শুরু করেছে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ এর দিকে সরেজমিনে পরিদর্শন করে কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিত থাকতে দেখা যায়।
আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে ভারতের দূতাবাসে পদযাত্রা করে যেয়ে স্মারকলিপি জমা দেবে বিএনপির এই তিন অঙ্গসংগঠন।
রবিবার সকালে রাজধানীর বিভিন্ন অংশ থেকে ছোট ছোট মিছিল নিয়ে অংশগ্রহণকারীরা নয়াপল্টনে উপস্থিত হয়। এ সময়য় তারা ভারত বয়কট করার আহ্বান জানিয়ে শ্লোগান দেয়। পদযাত্রায় অংশ নেওয়ার জন্য দলের প্রধান কার্যালয়ের বিভিন্ন অংশের কাছে নেতাকর্মীরা অবস্থান নেন।
সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখতে ও নিরাপত্তা বজায় রাখতে নয়াপল্টনে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে।