Logo
Logo
×

রাজনীতি

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:৪৩ পিএম

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

ছবি : সংগৃহীত

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিল পূর্ব সমাবেশে বক্তারা গত ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ নিয়ে ভারতের ভূমিকার তীব্র সমালোচনা করেন। বাংলাদেশের মানুষের পালস বুঝতে না পারলে ভারতকে খেসারত দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

এসময় বাংলাদেশে পণ্য রপ্তানি নিয়ে ভারতের উগ্রবাদীরা যেসব বক্তব্য দিচ্ছে তার তীব্র বিরোধিতা করে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক উন্নয়নের তাগিদ দেন তারা।

এছাড়া ভারত তাদের মনোভাব না বদলালে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেন বিক্ষোভকারীরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন