Logo
Logo
×

রাজনীতি

পতন হলেও ফিরে আসতে পারে ফ্যাসিবাদ: মির্জা ফখরুল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৪, ০৭:০৯ পিএম

পতন হলেও ফিরে আসতে পারে ফ্যাসিবাদ: মির্জা ফখরুল

পতন হলেও ফিরে আসতে পারে ফ্যাসিবাদ: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও তারা যেকোনো সময়ে ফিরে আসতে পারে। এজন্য তরুণ প্রজন্মকে সর্তকতার সাথে দায়িত্ব পালন করতে হবে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে কবিতা পরিষদ আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, নিজেদের মধ্যে কোনো বিভাজন করা যাবে না। গোটা জাতিকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। এ সময় নির্বাচনের জন্য নূন্যতম সংস্কার করে গণতান্ত্রিক ধারায় ফিরতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ইসকনকে নিয়ে একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে একটা অবস্থা তৈরি করতে চায়। এমন কোনো হঠকারী সিদ্ধান্ত নেয়া যাবে না যাতে গোটা জাতি অন্ধকারে নিমজ্জিত হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন