Logo
Logo
×

রাজনীতি

আয়-ব্যয় দুটোই বেড়েছে আওয়ামী লীগের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৪:০৩ পিএম

আয়-ব্যয় দুটোই বেড়েছে আওয়ামী লীগের

বৃহস্পতিবার আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান নির্বাচন কমিশনে দলের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেন। ছবি : সংগৃহীত

নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ২০২৩ সালের দলটির আয় হয়েছে ২৭ কোটি ১৪ লাখ ৪৫ হাজার। এ আয়ের পরিমাণ আগের বছরের প্রায় তিন গুণ। আগের বছরে দলটির আয় হয়েছিল ১০ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৭৬৮ টাকা।

বৃহস্পতিবার (২৭ জুন) আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান নির্বাচন কমিশনে দলের অডিট রিপোর্ট নির্বাচন কমিশনে জমা দেন। পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের  তিনি জানান, ২০২৩ পঞ্জিকা বছরে ২৭ কোটি ১৪ লাখ টাকা আয়ের বিপরীতে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা ব্যয় হয়েছে। 

আওয়ামী লীগের বড় আয় এসেছে দলের মনোনয়ন ফরম বিক্রি করে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নমিনেশন ফরম বিক্রি থেকে এ বড় অংকের আয় হয়েছে ক্ষমতাসীন দলটির। 

আওয়ামী লীগের ২০২৩ সালে ব্যয় হয়েছে ৯ কোটি ৮৭ লাখ ৩৬ হাজার টাকা। দলটির ২০২২ সালে  ব্যয় হয়েছিল ৭ কোটি ৮৬ লাখ ৮৪ হাজার ৫৭৯ টাকা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২০২২ সালের তুলনায় আয় যেমন বেশি হয়েছে তেমনি ব্যয়ও বেড়েছিল।

সংসদ নির্বাচনের নমিনেশন ফরম ছাড়াও আওয়ামী লীগের ২০২৩ সালে সদস্যদের মাসিক চাঁদা থেকে এক কোটি ৬৩ লাখ ৬৩ হাজার টাকা, মেঘনা ব্যাংকের অনুদান ১ কোটি  এক লাখ টাকা, অন্যান্য ফরম বিক্রি দুইকোটি ২৯ লাখ ৮৪ হাজার টাকা, বঙ্গবন্ধু এভিনিউর ভাড়া  থেকে ১৫ লাখ ৩৫ হাজার টাকা, ব্যাংক সুদ থেকে  চার কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা এবং অন্যান্য খাত থেকে ৩৭ লাখ ৭২ হাজার টাকা আয় হয়।

আরপিও'র বিধান অনুসারে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের নিরীক্ষিত হিসাব ইসিতে জমা দেওয়া বাধ্যতামূলক।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন