মিজানুর রহমান আজহারীর কাছে যে প্রত্যাশা জামায়াত আমিরের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৮ পিএম
ছবি : সংগৃহীত
মিজানুর রহমান আজহারীকে দেশের বিশাল সম্পদ উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আজহারীর জনপ্রিয়তা এবং তার প্রভাবিত তরুণদের নিয়ে জাতির বিশেষ প্রত্যাশা থাকা উচিত। তিনি বলেন, ‘আজহারী কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর সম্পদ নন, তিনি দেশের জাতীয় সম্পদ। তার বক্তৃতায় তরুণরা উজ্জীবিত হয়, যারা বিপথে গিয়েছিলেন তারাও সঠিক পথে ফেরার দিকনির্দেশনা পান।’
সম্প্রতি গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ আমলে আজহারীর দেশত্যাগ নিয়ে কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, শেখ হাসিনার সরকার আজহারীকে দেশ ছেড়ে যেতে বাধ্য করে। ‘তুমি কি বাঁচতে চাও, না তোমার জীবন শেষ করে দিতে চাও?’—এমন হুমকি দিয়ে আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করা হয় বলে উল্লেখ করেন জামায়াত আমির।
তিনি বলেন, ‘আজহারীর জীবন তখন ঝুঁকির মুখে পড়ে যায়। একজন নিরীহ নাগরিক হিসেবে তার আর কী করার ছিল? বাধ্য হয়েই তাকে দেশ ছাড়তে হয়েছে, যা জাতির জন্য দুর্ভাগ্যের।’
আজহারীকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে জামায়াত আমির বলেন, ‘আজহারীকে আমরা দেশের সম্পদ হিসেবে দেখতে চাই। তরুণদের এবং জাতিকে নিয়ে কাজ করুক, এটাই আমাদের প্রত্যাশা। দেশের মানুষও এমনটাই আশা করে। কারণ যারা আজহারীকে ভালোবাসে, তারা কোনো নির্দিষ্ট দলের অনুসারী নয়।’
প্রসঙ্গত, ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশ ছাড়েন মিজানুর রহমান আজহারী। প্রায় সাড়ে ৪ বছর পর ২০২৪ সালের ২ অক্টোবর দেশে ফিরে আসেন তিনি। তবে ১১ অক্টোবর আবার মালয়েশিয়ায় ফিরে যান জনপ্রিয় এই বক্তা।