Logo
Logo
×

রাজনীতি

আসন ভাগাভাগিতে চূড়ান্ত সমঝোতা হয়নি

৪৭ আসন ঝুলিয়ে রেখে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৬, ০১:২৯ পিএম

৪৭ আসন ঝুলিয়ে রেখে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত সমঝোতায় পৌঁছাতে না পারায় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৫৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে। এতে এখনো ৪৭টি আসন ঝুলে রয়েছে। এই আসনগুলো নিয়ে তিনটি দলের সঙ্গে আলোচনা চলছে। দলগুলো হলো—বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।

গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে জোটের আসন বণ্টনের তথ্য তুলে ধরেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

ঘোষিত তালিকা অনুযায়ী, জোটের সবচেয়ে বড় দল জামায়াতে ইসলামী ১৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ৭টি, এবি পার্টি ৩টি, নেজামে ইসলাম পার্টি ২টি এবং ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে জোটের প্রার্থী দেবে।

সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, যাঁকে যে আসনে দেওয়া হয়েছে, তাঁরা সবাই ১১ দলীয় জোটের সম্মিলিত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।

এই নির্বাচনকে ‘অস্তিত্ব রক্ষার নির্বাচন’ উল্লেখ করে মোহাম্মদ তাহের বলেন, জুলাই বিপ্লবের পর এই নির্বাচন ফ্যাসিবাদ থেকে মুক্তি ও সংস্কারের পক্ষে একটি ঐতিহাসিক নির্বাচন। তাঁর ভাষায়, বাংলাদেশের ইতিহাসে সব মতকে ধারণ করে এত বড় জোট আগে কখনো গড়ে ওঠেনি। এক বাক্সে ভোট নীতিতে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

জামায়াত আমির আরও বলেন, কয়েকটি আসনে এখনো সিদ্ধান্ত হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে এবং শিগগিরই তারা তাদের সিদ্ধান্ত জানাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এর আগে বৃহস্পতিবার দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাদ দিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বাকি ১০ দলের নেতাদের নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আসন সমঝোতা নিয়ে মতভেদ থাকায় ইসলামী আন্দোলনের নেতারা ওই বৈঠকে অংশ নেননি। বৈঠকে সিদ্ধান্ত হয়, বাকি ৪৫ থেকে ৫০টি আসনে ইসলামী আন্দোলনের অবস্থান জানার জন্য অপেক্ষা করা হবে।

সন্ধ্যায় নির্ধারিত সময়ের প্রায় ৪৫ মিনিট পর সংবাদ সম্মেলন শুরু হয়। ইসলামী আন্দোলনের অপেক্ষায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দলটির কোনো প্রতিনিধি উপস্থিত না হওয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঞ্চালনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করীমের জন্য নির্ধারিত আসনে বসেন মামুনুল হক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও এহসানুল মাহবুব জোবায়ের, এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, নেজামে ইসলাম পার্টির আনোয়ারুল হক এবং এনসিপি নেতা ও সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জোটের শীর্ষ নেতারা।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ শুক্রবার বিকেল ৩টায় জোট ও আসন ভাগাভাগি প্রসঙ্গে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে। রাজধানীর পুরানা পল্টনে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের প্রচার সম্পাদক কে এম শরীয়াতুল্লাহ।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন