Logo
Logo
×

রাজনীতি

আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেবে ১১ দল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

আসন সমঝোতা নিয়ে আজ চূড়ান্ত ঘোষণা দেবে ১১ দল

ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আসন সমঝোতা বিষয়ে আজ চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে ১১ দল। দুপুরে জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং বৈঠক শেষে সন্ধ্যায় আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ১টায় জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তার ফেসবুক পোস্টে উল্লেখ করেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লক্ষ্যে বহুল প্রতীক্ষিত ১১ দলের চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে ১৪ জানুয়ারি বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে।”

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খেলাফত মজলিস বৈঠক করে। তারা জানায়, আজ বুধবার সকাল ১১টায় কেন্দ্রীয় মজলিসে শুরার জরুরি অধিবেশন অনুষ্ঠিত হবে এবং এরপর জাতীয় নির্বাচন বিষয়ে দলীয় সিদ্ধান্ত ঘোষণা করা হবে।

একই দিন সন্ধ্যার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এ বিষয়ে তাদের শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

১১ দলের একটি সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলনের বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। আজ বুধবার তাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। মঙ্গলবার দলটি জামায়াতের সঙ্গে এবং নিজস্বভাবে বৈঠক করলেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন