বাসা থেকে পায়ে হেঁটে অফিসে গেলেন তারেক রহমান
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ পিএম
ছবি : সংগৃহীত
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফেরার পর প্রথমবার ঢাকার রাস্তায় পায়ে হেঁটে চলাচল করতে দেখা গেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে।
শুক্রবার (৯ জানুয়ারি) বিকালে গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে তিনি হেঁটে গুলশান ২ নম্বরের ৮৬ নম্বর রোডে চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, বিকাল পৌনে ৪টায় বাসা থেকে বের হয়ে চার মিনিটের মধ্যে তিনি অফিসে পৌঁছান।
দলের নেতারা জানান, হঠাৎ করেই তারেক রহমান পায়ে হেঁটে অফিসে যাওয়ার সিদ্ধান্ত নেন। তার নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারা দ্রুত ব্যবস্থা নেন। কঠোর নিরাপত্তার মধ্যে কালো স্যুট পরিহিত অবস্থায় তিনি অফিসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।
মা খালেদা জিয়ার মৃত্যু শোকের মধ্যেও নিয়মিত অফিস করছেন তারেক রহমান। প্রতিদিনই তিনি বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করছেন।
শুক্রবার পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার, জার্মান রাষ্ট্রদূত রুডিগার লোৎজ এবং অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন।
রাত ৯টায় গুলশানের কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে তারেক রহমান সভাপতিত্ব করবেন। দলের এক সিনিয়র নেতা জানিয়েছেন, বৈঠকটি নির্ধারিত শিডিউলের নয়, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এ বৈঠকেই তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান নির্বাচিত করা হতে পারে।



