Logo
Logo
×

রাজনীতি

নির্বাচনের মাঠে নামছেন তারেক রহমান, রংপুর থেকে শুরু বিভাগ ও জেলা সফর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ১২:৩৯ পিএম

নির্বাচনের মাঠে নামছেন তারেক রহমান, রংপুর থেকে শুরু বিভাগ ও জেলা সফর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভাগ ও জেলা সফর শুরু করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই সফরে তিনি দলের নির্বাচনি প্রতিশ্রুতি জনগণ ও দলীয় প্রার্থীদের সামনে তুলে ধরবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

বিএনপি সূত্র জানায়, নির্বাচন সামনে রেখে তারেক রহমান দেশের ১০টি সাংগঠনিক বিভাগ—ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও কুমিল্লা—সফরের পরিকল্পনা নিয়েছেন। সফর শুরু হবে রংপুর বিভাগ দিয়ে এবং শেষ হবে ঢাকায়।

আগামী ১১ জানুয়ারি তিন দিনের সফরে নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। ঢাকার বাইরে এটিই হবে তার প্রথম সফর। সফরকালে তিনি বগুড়া থেকে রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট ঘুরে আবার বগুড়ায় ফিরবেন এবং সেখান থেকে ঢাকায় আসবেন। এই সফরে নির্বাচনি প্রস্তুতি জোরদার করা এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে দলীয় নেতা-কর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন তিনি।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে গত ২৫ ডিসেম্বর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার একটি পরিকল্পনার কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঢাকার ৩০০ ফুট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, দেশের মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য তার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আসন্ন সফরে তারেক রহমান দেশ পুনর্গঠনের সেই পরিকল্পনার কিছু অংশ জনসমক্ষে তুলে ধরতে পারেন। তার বক্তব্য ইতোমধ্যে জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। তারা মনে করছেন, মা হারানোর শোক কাটিয়ে তারেক রহমানের দ্রুত সক্রিয় হয়ে ওঠা বিএনপির নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। রাষ্ট্র সংস্কার ও তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠনের লক্ষ্যে তার এই ব্যস্ততা রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে বলেও মত তাদের।

দলীয় সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুশোক বুকে চেপে তারেক রহমান এখন পুরোপুরি রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে মনোযোগ দিয়েছেন। তিনি প্রায় প্রতিদিনই গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন। পাশাপাশি রাজনৈতিক দল, ব্যবসায়ী ও বিভিন্ন অংশীজনের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন। নির্বাচনি প্রস্তুতির অংশ হিসেবে দলীয় নেতা-কর্মীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছেন তিনি।

এ ছাড়া যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের ঢাকায় ডেকে এনে সরাসরি কথা বলবেন তারেক রহমান। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দেবেন বলেও জানা গেছে।

বিএনপির একটি সূত্র জানায়, আগামী ২১ জানুয়ারি নির্বাচন কমিশন প্রতীক বরাদ্দ দেওয়ার পর সময় বিবেচনায় রেখে বিভাগীয় পর্যায়ে পথসভা শুরু করবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচনি বিধিনিষেধের কারণে বড় জনসভা বা সমাবেশ না করে জেলা ও বিভাগভিত্তিক পথসভার মাধ্যমে প্রচারে নামার পরিকল্পনা করছে দলটি। এসব পথসভায় নির্বাচনি লিফলেট বিতরণ করা হবে। তবে সফরের চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

আরেকটি দলীয় সূত্র জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই দেশব্যাপী নির্বাচনি সফর শুরু করবেন তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন জেলায় জুলাই গণ-অভ্যুত্থানের শহিদদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করবেন।

আগামী ১১ জানুয়ারি দীর্ঘ ১৯ বছর পর নিজ জেলা বগুড়ায় পৌঁছাবেন তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি সকালে বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত গণ-দোয়ায় অংশ নেওয়ার কথা রয়েছে। এরপর তিনি রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট সফর করবেন। রংপুরে যাওয়ার পথে মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। আগামী ১৩ বা ১৪ জানুয়ারি জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করার সম্ভাবনাও রয়েছে।

পরবর্তীতে তারেক রহমানের চট্টগ্রাম সফরের কথা রয়েছে। আগামী ১৮ জানুয়ারি তিনি কক্সবাজারে জুলাই গণ-অভ্যুত্থানের শহিদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। ২০ ও ২১ জানুয়ারি সিলেট সফরের সম্ভাবনাও রয়েছে। ওই জেলায় ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারে নামবে বিএনপি।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী জানান, জেলা সফর নিয়ে আলোচনা চলছে এবং দুই এক দিনের মধ্যেই চূড়ান্ত শিডিউল গণমাধ্যমের মাধ্যমে জানানো হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনও বলেন, তারেক রহমানের পরবর্তী কর্মসূচি দ্রুত ঘোষণা করা হবে।

দলীয় সূত্র জানায়, প্রতীক বরাদ্দের পর বিএনপি আট দফা দাবি সংবলিত লিফলেট নিয়ে সারা দেশে প্রচার চালাবে। এসব দাবির মধ্যে রয়েছে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, আনন্দময় শিক্ষা, দক্ষ জনশক্তি ও আধুনিক বাংলাদেশ, স্বাস্থ্য খাত সংস্কার, খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন, ক্রীড়া উন্নয়ন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং নদী-খাল ও পরিবেশ রক্ষা।

তারেক রহমানের জেলা সফরের খবরে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। বিভিন্ন জেলায় সাজ সাজ রব লক্ষ করা যাচ্ছে। তারা মনে করছেন, এই সফরের মাধ্যমে বিএনপির সাংগঠনিক শক্তি আরও দৃঢ় হবে এবং নির্বাচনি প্রচারে নতুন গতি আসবে।

কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, তারেক রহমান কক্সবাজার সফরকালে যেসব স্থানে যাবেন, সেগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হচ্ছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান কক্সবাজারে আসছেন—এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের খবর।

উল্লেখ্য, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন। দীর্ঘ ১৯ বছর ১৮ দিন পর নিজ জেলায় তার আগমনকে ঘিরে নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি বগুড়া-৬ সদর আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন