Logo
Logo
×

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা লীগ নেত্রীর কল রেকর্ড ফাঁস

যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতু। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার যুব মহিলা লীগের সহসভাপতি উম্মে হানি সেতুর একটি ভয়েস রেকর্ড সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয়েছে। রেকর্ডে তিনি দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন। দাবি করেছেন নেতারা তাকে এবং তার মতো অন্যান্য মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করেনি। সেতু বলেন, ‘দল করেছি কিন্তু কখনো ভালো জায়গায় রাখেনি। নেতারা বাঁকা করে তাকিয়েছেন, কেন তাকিয়েছেন সেটাও বুঝি? দেখতে যথেষ্ট সুন্দরী ছিলাম, বিশ্রী তো আর না! তারা (আওয়ামী লীগ নেতারা) আমাদের ভোগের পণ্য মনে করতেন।’

এ ব্যাপারে সেতু বলেন, ‘আমার নামে ৩টি মামলা হয়েছে। আমি মামলাগুলো খেয়ে কষ্ট ভোগ করছি, অন্যরা ভালো আছেন। মামলাগুলো খেলে তাদের কষ্ট হওয়ার কথা ছিল, কিন্তু তারা আমার ১৬ মাসের ছোট শিশুকে ফেলে ঢাকা ও চট্টগ্রামে পড়ে আছেন। কেউ খবর নেয় না যে আমার বাচ্চাগুলো কী খায়। এটি নিয়ে কোনো দুঃখ নেই।’

সেতুর অভিযোগ, ‘বাংলা কথাগুলো না বললে চলবে না, এই নোংরা নেতাদের কারণে বাংলাদেশ আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। কেন্দ্রীয় নেতারা নায়িকাদের নিয়ে ফূর্তি করতেন, এসব করে তারা আওয়ামী লীগের ওপর গজব নাজিল করেছেন।’

জানা গেছে, উম্মে হানি সেতু সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর ৩টি মামলায় অভিযুক্ত হয়েছেন এবং বর্তমানে আত্মগোপনে রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন, তিনি হোয়াটসঅ্যাপে দলের কিছু গ্রুপে নিজের ক্ষোভ প্রকাশ করে এই ভয়েস রেকর্ড পাঠিয়েছিলেন, যা পরে বাইরে চলে যায়।

এ বিষয়ে জানতে চাইলে উম্মে হানি সেতু বলেন, ‘আমি মামলাগুলো খেয়ে দৌঁড়ের ওপর আছি, আমি কোনো বক্তব্য দিইনি। তবে আওয়ামী লীগের নেতারা বলেছেন, এটি আপনি গ্রুপে দিয়েছেন।’

সেতুর কথায় স্পষ্ট, তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং এর ফলস্বরূপ বর্তমানে নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন