Logo
Logo
×

রাজনীতি

মোটরযান চালক পেশাকে সম্মানজনক করতে আইন প্রণয়নের আহ্বান রিজভীর

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম

মোটরযান চালক পেশাকে সম্মানজনক করতে আইন প্রণয়নের আহ্বান রিজভীর

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শুধু মিছিল-মিটিং বা রাজনৈতিক কাজে ব্যবহার করার জন্য জাতীয়তাবাদী নাম ব্যবহার করে সংগঠন তৈরি করা ঠিক নয়। বরং পেশাগত মানুষদের সমাজে সম্মানিত অবস্থানে দাঁড়াতে সাহায্য করতে হবে। মঙ্গলবার (৫ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বাংলাদেশ জাতীয়তাবাদী মোটরযান চালক দল আয়োজিত সাংগঠনিক কর্মপরিকল্পনা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দেশে গরিব, খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষরা বেশি হয়রানির শিকার হয়। তাদের জন্য মোটরযান চালক পেশা একটি সম্মানজনক পেশা হিসেবে তুলে ধরা যেতে পারে। তিনি উদাহরণ দেন, আমেরিকায় বিএ, এমএ পাস ইঞ্জিনিয়ার ও ডাক্তাররা উবার বা ট্যাক্সি চালিয়ে উন্নত জীবনযাপন করে; এ ধরনের পেশার মাধ্যমে তারা সমাজে মর্যাদা অর্জন করে।

রিজভী আরও বলেন, বিশ্ববিদ্যালয় শেষ করে চাকরি না পাওয়া শিক্ষার্থীরাও উবার বা ট্যাক্সি চালিয়ে নিজের ও পরিবারের দায়ভার নিতে পারবে। তবে রাষ্ট্রকে তাদের জন্য ব্যবস্থা নিতে হবে, সহযোগিতা করতে হবে এবং আইন প্রণয়ন করতে হবে।

আয়োজনে উপস্থিত ছিলেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা মীর সরাফত আলী শফু, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, নজরুল ইসলাম, আরিফুর রহমান তুষারসহ অন্যান্য নেতা-কর্মীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন